মুসল্লিদের সুবিধার্থে সৌদি আরবের মদিনা শহরের পবিত্র মসজিদে নববীতে চালু হয়েছে স্কুটার অ্যাম্বুলেন্স সার্ভিস। সংশ্লিষ্টরা জানায়, বিশাল জনসমাগমের মধ্যে দ্রুত চলাচল এবং অসুস্থ মুসল্লিদের জরুরি সেবা প্রদানের লক্ষ্যেই এ সেবা চালু করা হয়েছে।
গত এক সপ্তাহে সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববীতে ৫০ লাখ ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়া একই সময়ের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে গিয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ২৩৮ মুসলিম।
মদিনায় মুসলমানদের পবিত্র ধর্মস্থান মসজিদে নববীতে এ বছর দুই কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, সৌদি আরবের মদিনায় অবস্থিত এ মসজিদে এক কোটি ৯০ লাখের বেশি মুসলমান নামাজ আদায় করেছেন।